নওগাঁর ছয় আসনে নৌকায় উঠতে তৎপর ৪৪ জন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নওগাঁর ছয়টি আসনে নৌকার প্রতীক প্রত্যাশা করে মনোনয়ন তুলেছেন ৪৪ জন। তবে কোন ছয়জন মনোনয়ন পাবেন তা নিয়ে শুরু হয়েছে অনেক জল্পনা-কল্পনা।
এক সময়ের বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত নওগাঁর ছয়টি আসন। কিন্তু এখন সব আসনেই আওয়ামী লীগের সংসদ সদস্য আছেন। বর্তমান সংসদ সদস্যদের বিরুদ্ধে জেলার প্রত্যেকটি আসনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী জোট বেঁধেছেন। প্রত্যেকটি আসনে একাধিক প্রার্থী নৌকার মাঝি হতে চেয়ে দলীয় মনোনয়নপত্র তুলেছেন। প্রতিটি আসনে গড়ে সাতটি করে মনোনয়নপত্র বিক্রিও হয়েছে। শেষ মুহূর্তে দলীয় টিকিট নিশ্চিতের আশায় তৎপরতা চালাচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা।
নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ছাড়াও আরও তিনজন মনোনয়ন তুলেছেন।
তারা হলেন- নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য রেজাউল ইসলাম রানা, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি খালেকুজ্জামান তোতা, জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও পোরশা উপজেলা আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মকবুল হোসেন।
নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান সংসদ সদস্য ও জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদীয় কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার বাবলু ছাড়াও আরও পাঁচজন।
তারা হলেন- পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য প্রকৌশলী আকতারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ রেজা মেহেদী ও জেলা তাঁতি লীগের সহ-সভাপতি ওবাইদুল ইসলাম।
নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনে নৌকার মাঝি হতে চান বর্তমান সংসদ সদস্য, মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছলিম উদ্দিন তরফদার। এছাড়া আরও পাঁচজন নৌকায় উঠতে চান।
তারা হলেন- সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব এনামুল কবির (মঞ্জু), সরকারের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রয়াত আকরাম হোসেন চৌধুরীর স্ত্রী মাহফুজা আকরাম (মায়া) ও বদলগাছী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রকৌশলী মাহবুবুল হক মান্নাফ শুভ।
নওগাঁ-৪ (মান্দা) আসনে মনোনয়ন প্রত্যাশী বর্তমান সংসদ সদস্য এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামানিক ও তার ছেলে শাফায়াত জামিল সৌরভ। এছাড়া আরও ১০ জন একই আসনে মনোনয়ন তুলেছেন।
তারা হলেন- জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ব্রহানী সুলতান গামা, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহেল বাকী, মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাহিদ মোর্শেদ বাবু, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল মান্নান ও আব্দুল লতিফ শেখ, মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, আওয়ামী লীগ নেতা সুলতান রায়হান, আফজাল হোসেন ও আবুল কালাম আজাদ।
নওগাঁ-৫ (সদর) আসনে নৌকার মাঝি হতে বর্তমান সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন ছাড়া আরও পাঁচজন দলীয় মনোনয়ন কিনেছেন।
তারা হলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন মনোয়ারা হক, নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষান ও জেলা যুবলীগের সভাপতি খোদাদ খান (পিটু)।
নওগাঁ-৬ (রাণীগনর ও আত্রাই) আসনে নৌকার মাঝি হতে বর্তমান সংসদ সদস্য ও রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন হেলাল ছাড়াও আরও ৯ জন মনোনয়ন প্রত্যাশী আছেন।
তারা হলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রয়াত ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন বিউটি, নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ওমর ফারুক সুমন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নওশের আলী, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএম মাসুদ রানা ও ইউনুছ আলী প্রামাণিক, আত্রাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, আওয়ামী লীগ নেতা আব্দুল আরিফ রাঙ্গা, জাহেদুল হক ও মতিউর রহমান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সম্পর্কে জানতে চাইলে নওগাঁ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি খালেকুজ্জামান তোতা বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করে আসছি। আমি সাত থেকে আট বার উপজেলা নির্বাচন করেছি। এখানকার জনগণ আমাকে অনেক সাপোর্ট করে। এখন দেশনেত্রী যদি আমাকে নৌকার প্রতীকে নির্বাচন করতে দেন তাহলে প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন বিপুল ভোটে জয়লাভ করবো।
নওগাঁ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব হোসেন বলেন, জনগণ আমাকে অনেক সমর্থন করে। এজন্য আমি মনোনয়ন কিনেছি। যদি নেত্রী আমাকে ভালোবেসে তার সঙ্গে কাজ করবার সুযোগ দেন তাহলে নিষ্ঠার সঙ্গে কাজ করবো।
নওগাঁ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার বলেন, আমি জনগণের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছি। এবারও দেশনেত্রী আমাকে যদি সুযোগ দেয় তাহলে আবারো আমি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে জনগণের সেবা করে যাবো।
নওগাঁ-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতানা পারভীন বিউটি বলেন, আমার স্বামী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রয়াত ইসরাফিল আলম নিষ্ঠার সঙ্গে জনগণের জন্য কাজ করেছেন। আমিও জনগণের সেবা করতে চাই। আশা করি বঙ্গবন্ধু কন্যা আমাকে আগামী জাতীয় নির্বাচনে আসার সুযোগ দেবেন।
এসজে/জিকেএস