গাজীপুরে নাশকতা মামলায় সাংবাদিক গ্রেফতার
গাজীপুরে নাশকতার মামলায় দৈনিক ইনকিলাবের কাপাসিয়া প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের (জেইউজি) যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুল হুদা লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়। এরআগে বুধবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার রাণীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শামসুল হুদা লিটন দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার পাশাপাশি তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তার স্ত্রীও একজন শিক্ষক। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া বলেন, গত অক্টোবরে কাপাসিয়া থানায় করা রাজনৈতিক একটি মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ওই মামলায় লিটনকে গ্রেফতার দেখানো হয়েছে।
আমিনুল ইসলাম/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান