ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘রিয়াদ নেশা করে আমার ৪৫ লাখ টাকা নষ্ট করেছে’

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৯:০১ এএম, ২৪ নভেম্বর ২০২৩

নেত্রকোনার মোহনগঞ্জে নেশার টাকা না পেয়ে বাবাকে মারধর করেছেন মো. নুরে আলম রিয়াদ (৩১) নামে এক বখাটে যুবক। বাবাকে ছুরি দিয়ে হত্যাচেষ্টাও করেন। এ সময় ঘরের জিনিসপত্র ভাঙচুর করেন ওই যুবক। এ অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে মোহনগঞ্জ পৌরশহরের দক্ষিণ দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে। মাদকাসক্ত রিয়াদ পৌরশহরের দক্ষিণ দৌলতপুরের মো. সাইদুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, রিয়াদ একজন মাদক কারবারি ও মাদকসেবী। তার নামে ছয়টি মাদক মামলা আছে। একটি মামলায় তার এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১০ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রিয়াদের বাবা সাইদুর রহমান বলেন, রিয়াদ নেশা করে আমার প্রায় ৪৫ লাখ টাকা নষ্ট করেছে। বৃহস্পতিবার সকালে নেশার টাকার জন্য ঘরের জিনিসপত্র ভাঙচুর শুরু করে। বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে। ছুরি দিয়ে আঘাতও করে। ভাগ্য ভালো একটুর জন্য বেঁচে গেছি। ঝুঁকি নিয়ে একপর্যায়ে তাকে ঝাপটে ধরি।

তিনি আরও বলেন, পুলিশ যথাসময়ে হাজির হয়। রিয়াদকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। রিয়াদের নামে অনেকগুলো মামলা থাকায় পুলিশ তাকে খুঁজছিল।

গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, রিয়াদের নামে মাদকের ছয়টি মামলা আছে। একটি মামলায় তার এক বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

এইচএমকামাল/এসজে/জিকেএস