ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৮:৪২ এএম, ২৬ নভেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় কৃষ্ণা (৩২) নামের এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৫ নভেম্বর) রাতে দেওভোগ মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে। কৃষ্ণা ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার গ্রি চন্দ্র সেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কৃষ্ণা অপর দুই সহযোগীকে নিয়ে এক পথচারীর কাছ থেকে ছিনতাই করার সময় চিৎকার করলে স্থানীয়রা তাকে ধরে ফেলে। সেই সঙ্গে তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে মারা যান। এসময় তার সঙ্গে থাকা দুই সহযোগী পালিয়ে যায়।

জাকির হোসেন নামে একজন বলেন, কৃষ্ণা নিয়মিত ওই এলাকায় ছিনতাই করতেন। তাকে ছিনতাইকারী হিসেবে চিনে থাকে মানুষজন। বিভিন্ন এলাকা থেকে মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই করতেন। তাকে কেউ কিছু বলার সাহস করতেন না।

আরও পড়ুন: ঢাকায় ফের গণপিটুনি দিয়ে হত্যা

একইভাবে রাসেল নামে একজন বলেন, দেওভোগ লিচুবাগান মোড়ে প্রায় নারীদের আটকিয়ে ছিনতাই করে মোবাইল-টাকা রেখে দিতেন। কিছুদিন আগেও এক নারীর কাছ থেকে টাকা রেখেছিলেন। আমি টাকা ফিরিয়ে দেওয়ার অনুরোধ করলেও তিনি রাখেননি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গণপিটুনিতে একজন মারা গেছেন। কৃষ্ণার নামে ফতুল্লা থানায় আটটি মামলার রয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা পাওয়া যেতে পারে। তিনি একজন ছিনতাইকারী ও আইনবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এমএস