লালমনিরহাট-৩ আসনে নৌকার নতুন মাঝি মতিয়ার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য লালমনিরহাট-৩ আসনে নৌকার নতুন মাঝি হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মতিয়ার রহমান। তার মনোনয়নে আনন্দ মিছিল করেছেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে মনোনয়ন ঘোষণার পর পৌরশহরের মিশন মোড়ে আনন্দ মিছিল বের করেন তারা। এ সময় মিষ্টিও বিতরণ করা হয়।

বাকি দুইটি আসনের মধ্যে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) মোতাহার হোসেন ও লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদই আবারো নৌকার মনোনয়ন পেলেন।
মো. রবিউল হাসান/এসজে/জিকেএস