ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ওবায়দুল কাদেরের এলাকায় মিষ্টি বিতরণ

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০১:৫৯ পিএম, ২৭ নভেম্বর ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে টানা চতুর্থ বারের মতো নৌকার প্রার্থী হওয়ায় এলাকায় মিষ্টি বিতরণ করেছেন নেতাকর্মীরা।

রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট, বাংলা বাজার, চাপরাশিরহাট, চরএলাহী বাজার, কবিরহাট উপজেলার কবিরহাট, শাহজিরহাটসহ সমগ্র এলাকায় মিষ্টি বিতরণের পাশাপাশি উল্লাস করেন নেতাকর্মীরা।

চরএলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক জাগো নিউজকে বলেন, স্বাধীনতার পর নোয়াখালীর উন্নয়নে ভূমিকা রেখেছেন ওবায়দুল কাদের। ১৯৯৬ সালে নোয়াখালী-৫ আসনে প্রথম সংসদ সদস্য হয়ে প্রতিমন্ত্রী হন এবং ২০০৮ সালে নির্বাচিত হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হন। এছাড়া তিনি টানা তিন বার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদেরের এলাকায় মিষ্টি বিতরণ

চেয়ারম্যান আরও বলেন, ওবায়দুল কাদের সংসদ সদস্য হয়ে এ এলাকার ভাগ্যের পরিবর্তন করেছেন। সম্প্রতি তিনি খাসজমি উদ্ধারে চরএলাহীতে ৫৮৮ কোটি টাকা ব্যয়ে ক্রসড্যাম নির্মাণ প্রকল্প একনেকে পাস করিয়েছেন। ওবায়দুল কাদের সংসদ সদস্য না হলে এলাকার উন্নয়নে ভাটা পড়বে। তাই টানা চতুর্থবার মনোনয়ন পাওয়ায় এলাকায় মিষ্টি বিতরণ করেছি।

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌরসভা মেয়র জহিরুল হক রায়হান জাগো নিউজকে বলেন, নোয়াখালী-৫ আসনে জনপ্রিয় প্রার্থী ওবায়দুল কাদের। তিনি বিপুল ভোটে এখানে আবারও সংসদ সদস্য নির্বাচিত হবেন।

ইকবাল হোসেন মজনু/এসজে/জেআইএম