ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হাসপাতালে নেই কুকুরে কামড়ানো ভ্যাকসিন, আক্রান্ত ৭৭

প্রকাশিত: ০২:৫৫ এএম, ০১ এপ্রিল ২০১৬

ঝালকাঠি জেলায় কুকুরে কামড়ানো রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সদর হাসপাতালে ভ্যাকসিন না থাকায় মারাত্মক ভোগান্তিতে পড়ে বাইরে থেকে চড়া মূল্যে ভ্যাকসিন নিতে হচ্ছে। এ নিয়ে সদর হাসপাতালে ভ্যাকসিন প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্রাদারও রয়েছেন জনসাধারণের তোপের মুখে।

সদর হাসপাতালের ব্রাদার মনিন্দ্রনাথ বলেন, সপ্তাহ খানেক ধরে কুকুরে কামড়ানো অনেক রোগী হাসপাতালে আসছেন। তাদের ভ্যাকসিন দিতে দিতে বর্তমানে ভ্যাকসিনের পরিমাণ একটিও নেই। তারপরও গ্রামের মানুষ তো আর জানে না ভ্যাকসিন নেই। হাসপাতালে এসেই মনে করে আমার কাছে আছে, তাদের দিচ্ছি না। এজন্য অনেক রোগী অথবা রোগীর আত্মীয় স্বজন আমাদের সঙ্গে দুর্ব্যবহারও করেন।

জানা গেছে, মঙ্গলবার (২৯ মার্চ) ১৯ জন, বুধবার (৩০ মার্চ) ১৪ এবং বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর ১টা পর্যন্ত ১০ জন রোগীকে ভ্যাকসিন দেয়ার পরে শেষ হয়ে গেছে। গত ২৪ মার্চ থেকে ৩১ মার্চ দুপুর ১টা পর্যন্ত ৭৭ জন কুকুরের কামড়ে আক্রান্ত রোগীকে ভ্যাকসিন দেয়া হয়েছে। সদর হাসপাতালে এখন আর ভ্যাকসিন নেই।

সিভিল সার্জন ডা. মো. আব্দুর রহিম বলেন, ভ্যাকসিন শূন্য হওয়ার বিষয়টি আমি জেনেছি। অফিস থেকে চাহিদার চিঠি লেখার জন্য নির্দেশ দিয়েছি।

এসএস/এবিএস