ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৮৯টিতে প্রার্থী ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ছয় সংসদীয় আসনেও প্রার্থী ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে প্রার্থীদের নাম ঘোষণা করেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
ছয় আসনের মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া-১ (নাছিরনগর) মো. শাহানুল করিম, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) অ্যাডভোকেট আব্দুল হামিদ, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) তারেক আহমেদ আদেল, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) মো. মোবারক হোসেন দুলু ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) অ্যাডভোকেট আমজাদ হোসেন।
আরও পড়ুন: ফরিদপুরে ৪ আসনের মধ্যে দুটিতে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি
এরমধ্যে আব্দুল হামিদ সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। নির্বাচনে তার জামানত বাজেয়াপ্ত হয়। তিনি নির্বাচনে লাঙ্গল প্রতীকে তিন হাজার ১৮৬ ভোট পেয়েছিলেন।
জাতীয় পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলার সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন খান জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।
আবুল হাসনাত মো. রাফি/জেএস/জিকেএস