ফরিদপুরে ৪ আসনের মধ্যে দুটিতে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১১:৫৫ এএম, ২৮ নভেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চার আসনের মধ্যে দুটিতে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। বাকি দুই আসনে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে প্রার্থীদের নাম ঘোষণা করেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

ফরিদপুর চারটি সংসদীয় আসনের মধ্যে ফরিদপুর-১ আসনে (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) আক্তারুজ্জামান খান, ফরিদপুর-৩ (সদর) আসনে এস এম ইয়াহিয়াকে লাঙ্গল প্রতীকের মনোনয়ন দেওয়া হয়েছে। তবে এরা পুরনো হলেও দীর্ঘদিন তাদের রাজনৈতিক মাঠে দেখা যায়নি।

আরও পড়ুন: নৌকা না পেয়ে স্বতন্ত্রপ্রার্থী হচ্ছেন জাফর

বাকি দুটি আসন ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা), ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে কোনো প্রার্থী দেওয়া হয়নি। এদিকে, ফরিদপুর-১আসন থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টি নেতা, এফবিসিসিআইয়ের সদস্য, গ্রিন চাষী কামরুজ্জামান মৃধা। এর আগে ২০১৪ সালে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পাওয়ার পর মনোনয়ন পত্রে ভুল তথ্যের কারণে তার প্রার্থীতা বাতিল হয়ে যায়।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।

 

এন কে বি নয়ন/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।