ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়া

চিনি-ডাল-আটা-ময়দা বাদে ক্রেতার নাগালে সব পণ্য

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৬:১১ পিএম, ২৮ নভেম্বর ২০২৩

বগুড়ার খুচরা বাজারগুলোতে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম এখন ১০০-১০৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে পাড়া-মহল্লার দোকানগুলোতে ডিমের ডজন ১১৫-১২০ টাকা। পাশাপাশি সপ্তাহের ব্যবধানে বগুড়ার বাজারগুলোতে মুরগি ও গরুর মাংসের দামও কমেছে। কমেছে সবজি ও পেঁয়াজের দাম। তবে চিনি, আটা-ময়দা ও ডালের দাম বাড়তি।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বগুড়া পৌরশহরের রাজাবাজার ও ফতেহ আলী বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

বগুড়া সদর উপজেলার খামারি আবু মোত্তালেব মানিক বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় প্রতি বছরই নভেম্বর-ডিসেম্বর মাসে ডিমের দাম কমে। দাম আরও কমলে খামারিদের ক্ষতি হবে। সবারই তো টিকে থাকতে হবে।

রাজাবাজরের ডিম ব্যবসায়ী সোহাইনুর রহমান বলেন, ডিম এখন এ বছরের মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে। খুচরায় প্রতি ডজন ডিম ১০৫ টাকায় বিক্রি করছি। কেউ বেশি ডিম নিতে চাইলে ডজন ১০০ টাকাও রাখা হচ্ছে। কয়েকটি করপোরেট কোম্পানি প্যাকেটজাত ডিমের দাম এখনো কমায়নি। আগের বাড়তি দামেই বিক্রি করছে।

সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য অনুযায়ী, বগুড়ায় খুচরা ডিমের দাম কমে এখন প্রতি হালি ৩৩-৩৫ টাকায় বিক্রি করা হচ্ছে।

বগুড়ার রাজাবাজারের চায়ের দোকানি আব্দুল হাকিম বলেন, দাম কমায় বাসায় এখন নিয়মিত ডিম রান্না হয়। দাম কমে যাওয়ায় এখন আবার ডিম খাচ্ছি।

বগুড়ার বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে চিনি, আটা-ময়দা ও ডাল। খোলা চিনি প্রতি কেজি ১৫০ টাকা, খোলা আটা প্রতি কেজি ৫০ টাকা, দুই কেজি ওজনের প্যাকেটজাত আটা ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। ময়দার দামও বেড়েছে। প্যাকেটজাত দুই কেজি ময়দা এখন ১৩০-১৪০ টাকা। এক মাস আগে দাম ছিল ১২০-১৩০ টাকা।

কেজিতে ৫-১০ টাকা বেড়ে চিকন মসুর ডাল ১৪৫-১৫০ টাকায় বিক্রি হচ্ছে এবং মোটা মসুর ডাল ১১০-১২০ টাকা কেজি।

সপ্তাহের ব্যবধানে দাম কমে দেশি পেঁয়াজ প্রতি কেজি মানভেদে ১১০-১৩০ টাকা। আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি মানভেদে ১০০-১১০ টাকা, আদা ২০০-২২০ টাকা, দেশি রসুন ২০০-২২০ টাকা, আমদানি করা রসুন ১৭০-১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুরগি ও মাংসের দাম কমেছে

মুরগির দাম কিছুটা কমে ব্রয়লার প্রতি কেজি ১৫০, লেয়ার ২৪০ ও পাকিস্তানি ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। দাম কমে গরুর মাংস প্রতি কেজি ৬০০-৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগে গরুর মাংসের কেজি ছিল ৭৫০-৮০০ টাকা। বাজারে দাম কমলেও ক্রেতার উপস্থিতি ছিল কম।

সবজির দাম কমতির দিকে

বগুড়ার বাজারগুলোতে শীতের সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে। খুচরা বাজারে কাঁচা মরিচ ৫০ টাকা, শিম ৩৫-৪০ টাকা, বেগুন মানভেদে ৩০-৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ২০-৩০ টাকা। পটোল ৩০-৪০ টাকা, শসা ৪০ টাকা, করলা ৬০ টাকা, গাজর ৮০ টাকা, পেঁপে ২০ টাকা ও নতুন আলু ১০০-১২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

রাজাবাজারের সবজি ব্যবসায়ী তাসনিমুল হক বলেন, বাজারে এখন সবজির প্রচুর সরবরাহ আছে। এতে প্রায় সব ধরনের সবজির দাম ক্রেতার নাগালে।

বগুড়ার রাজাবাজার আড়তদার ও সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ বলেন, বাজার মনিটরিং ও প্রচুর সরবরাহ থাকায় সবরকম পণ্যের দামই কমে এসেছে। অসাধুভাবে কারও সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল করার সুযোগ নেই। প্রশাসনের পাশাপাশি বাজার কমিটি থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

এসজে/জেআইএম