গাইবান্ধা-১
দুই প্রার্থীকে নির্বাচনী অনুসন্ধান কমিটির তলব
আচরণবিধি লঙ্ঘন করায় গাইবান্ধা-১ আসনের দুই প্রার্থীকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। শনিবার (২ ডিসেম্বর) কমিটির চেয়ারম্যান গাইবান্ধা সহকারী জজ (ফুলছড়ি) ওবায়দুল হক রুমি তাদের লিখিত বক্তব্য দেওয়ার নির্দেশ দেন।
দুই প্রার্থী হলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিসেস আফরুজা বারী।
পৃথক নোটিশে বলা হয়, ৩০ নভেম্বর সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন। এ সময় আচরণবিধি লঙ্ঘন করে সহস্রাধিক নেতাকর্মীর একটি মিছিল নিয়ে আসেন এবং শোডাউন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মিছিলের মাধ্যমে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন। আগামী ৩ ডিসেম্বর (রোববার) স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জাগো নিউজকে বলেন, ৩০ তারিখে আমি পায়ে হেঁটে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলাম। ওই সময় আশপাশ থেকে অনেক লোক জড়ো হয়। এসময় আমি গেট বন্ধ করে দিতে বলে মাত্র পাঁচজন নিয়ে ইউএনও অফিসে মনোনয়ন জমা দেই। এখানে কোনো গাড়ি-মোটরসাইকেল র্যালি ছিল না। জনজীবনের বিপর্যয় হওয়ার মতো তেমন কিছুই ছিল না।
এ বিষয়ে মতামত জানতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিসেস আফরুজা বারীর মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেন নি।
শামীম সরকার শাহীন/আরএইচ/এএসএম