ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝালকাঠিতে পুলিশী ব্যারিকেডে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ০৬:৫৪ এএম, ০২ এপ্রিল ২০১৬

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল। শনিবার সকাল ১১ টায় শহরের ফায়ারসার্ভিস মোড়স্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় দলের জেলা কার্যালয়ে প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। পরে কার্যালয়ের সামনেই পুলিশী ব্যারিকেডে বিক্ষোভ সমাবেশ করেন নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পী, যুব বিষয়ক সম্পাদক রবিউল হোসেন তুহিন, সহ-যুব বিষয়ক সম্পাদক আনিচুর রহমান তাপু, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক দীন ইসলাম, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন, বাচ্চু হাসান খান, সদর উপজেলা সভাপতি আজাদুর রহমান আজাদ, সদস্য সৌরভ মজুমদার সঞ্জয়, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু, মিজানুর রহমান মুবিন প্রমুখ।

অপরদিকে শহরের কামারপট্টিস্থ জেলা যুবদলের কার্যালয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক সাফায়াত হোসেন সরদারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। এতে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান খান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান বাবু, জেলা ছাত্রদল নেতা সৈয়দ আলী হাসান প্রমুখ।

সমাবেশ চলাকালীন কার্যালয়ের সামনে পুলিশের একটি দল উপস্থিত ছিল।

আতিকুর রহমান/এফএ/এবিএস