ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশের মানুষের সেবা করা

প্রকাশিত: ১১:৩১ এএম, ০২ এপ্রিল ২০১৬

বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সর্বক্ষেত্রে দেশের মানুষের সেবা করা। স্বাধীনতার পর তার স্বপ্নকে বাস্তবায়নের জন্য প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি করার নির্দেশ দেন। সে মোতাবেক নওগাঁর মান্দায় ১৯৭৩ সালে উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি করা হয়।

শনিবার দুপুরে নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৈকালী চিকিৎসা সেবার এক বছর পূূর্তি উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নকে সম্পূর্ণ রুপে বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁয় প্রথম বৈকালী চিকিৎসা সেবা চালু করা হয়। বৈকালী চিকিৎসাসেবা বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশের স্বাস্থ্যের ইতিহাসে দিনটি স্মরণীয় হয়ে থাকবে। স্বাস্থ্য, চিকিৎসা, খাদ্য, বস্ত্র ও বাসস্থান সবদিক দিয়ে বৈপ্লবিক পরিবর্তন আনার দায়িত্ব বর্তমান প্রজন্মের।

Naogaon
 
এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. একেএম মোজাহার হোসেন বুলবুল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফরিদ উজ-জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক, সাধারণ সম্পাদক স ম জসিম উদ্দিন প্রমুখ।

পরে প্রধান অতিথি হাসপাতালের ডেন্টাল ইউনিটের উদ্বোধন করেন। এর আগে উপজেলা চত্বর থেকে সিভিল সার্জন ডা. একেএম মোজাহার হোসেন বুলবুল নেতৃত্বে একটি র‌্যালি বের হয়।

আব্বাস আলী/এআরএ/এবিএস