কালীগঞ্জে বাস উল্টে নিহত ২ : আহত ৪০
ঝিনাইদহে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকেল ৪টার দিকে কালীগঞ্জ শহরের মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।20160402120047.jpg)
কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা খুলনাগামী পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কালীগঞ্জ উপজেলা শহরের মোবারকগঞ্জ চিনিকলের গেটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হন। আহতদের উদ্ধার করতে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন অভিযান চালাচ্ছে।20160402120115.jpg)
আহতদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাস্থলে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ও অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী খান ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।
এআরএ/এবিএস