ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাগর কন্যার তীরে বাংলাদেশ ফেস্টিভ্যাল শুরু

উপজেলা প্রতিনিধি | কলাপাড়া (পটুয়াখালী) | প্রকাশিত: ০২:৩০ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৩

পর্যটন পণ্য, বৈচিত্র্যময় খাবার আর পর্যটনের নানা অপার নিয়ে সাগরকন্যা কুয়াকাটায় শুরু হয়েছে দু'দিনব্যাপী "বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা"। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ৯ টা ৩০ মিনিটে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে এ ফেস্টিভ্যাল শুরু হয়। র্যালিটি কুয়াকাটা পৌরসভা কার্যালয় থেকে শুরু হয়ে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের পর্যটন পার্কে অনুষ্ঠান মঞ্চে এসে শেষ হয়।

নান্দনিক এ র্যালিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, জেলে, কৃষক, গ্রামীণ তরুণী, বাউল, রাখাইন, নববধূ, হিন্দু, মুসলিম, পর্যটন, ট্যুর গাইড, ট্যুর অপারেটর সহ গ্রামীণ নানান সংস্কৃতির প্রদর্শন করা হয়।

jagonews24

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেনের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ফিতা কেটে ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের ও স্পেলবাউন্ড লিও বার্নেট এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাদেকুল আরেফিন। পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাহাত আনোয়ার, বিভাগীয় কমিশনার শওকত আলী, পুলিশ সুপার সাইদুল ইসলাম, সংগীত শিল্পী শুভ্র দেব, অভিনেত্রী শামীমা তুষ্টি কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার প্রমুখ।

পরে স্থানীয় একটি হোটেলে 'পর্যটনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের ভূমিকা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে আবু তাহের মুহাম্মদ জাবের জানান, পর্যটনশিল্পে উদ্যোক্তা হওয়ার অফুরন্ত সুযোগ রয়েছে। তরুণদের ভেতরের শক্তিকে জাগাতে পারলেই আমাদের উন্নয়নের লক্ষ্যে পৌছাতে পারবো। গতানুগতিক ধারার বাইরে নতুন আইডিয়া নিয়ে উদ্যোক্তা হতে তরুণদের উৎসাহিত করার জন্যই এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

jagonews24

তপন কান্তি ঘোষ বলেন, পর্যটন ক্ষেত্রে বাংলাদেশে বিপুল সম্ভাবনা রয়েছে। একে কাজে লাগিয়ে কুয়াকাটা বিশ্বের কাছে একটি অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত করা সম্ভব। সরকার পর্যটনখাতে বাড়তি নজর দিচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলা ভূমি বাংলাদেশকে আরও গতিশীল করতে পর্যটন সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে।

আয়োজকরা জানান স্পেলবাউন্ড কমিউনিকেশন এর সহায়তায় দুদিনব্যাপী এ উৎসবে হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটর প্রতিষ্ঠান পর্যটন পণ্য ও পর্যটন সেবাদানকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছেন। পর্যটনের বিভিন্ন অফার থাকবে এ উৎসবে। এছাড়া বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান, কারুশিল্প, পর্যটন সম্পদের প্রদশর্নী হবে।

আসাদুজ্জামান মিরাজ/এনআইবি/জিকেএস