ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে ট্রেন আটকে স্টপেজের দাবি

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৪:০৬ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৩

রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপেস ট্রেন রাজবাড়ীর খানখানাপুর স্টেশনে স্টপেজের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খানখানাপুর রেলওয়ে স্টেশনে খানখানাপুর ও পার্শ্ববর্তী ইউনিয়নবাসীর ব‌্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মধুমতি এক্সপ্রেস বেলা ১১টা ২০ মিনিটের দিকে খানখানাপুর স্টেশনে পৌছালে মানববন্ধনকারীরা ট্রেন আটকে রাখেন । ১০ মিনিট পর ১৫ দিনের আল্টিমেটাম ট্রেনটি ছেড়ে দেয় মানববন্ধনকারীরা।

আরও পড়ুন:রেললাইনে শুয়ে পড়ে ‘বিজয় এক্সপ্রেস’ চলাচলে বাধা আন্দোলনকারীদের

মানববন্ধনে উপস্থিত ছিলেন, খানখানাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরহাদ নান্নু, সহ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নব কুমার দত্ত, ঢাকাস্থ খানখানাপুর সমিতির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, ব্যবসায়ী পরিষদের রাকিবুল হাসান বাদশা, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান ফারুক সহ পাঁচ শতাধিক এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, খানখানাপুর একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এখান থেকে বহু যাত্রী বিভিন্ন কাজে ঢাকায় যাতায়াত করেন। এজন্য এখানে মধুমতি ট্রেনের স্টপেজ প্রয়োজন।

রেল কর্তৃপক্ষকে আগামী ১৫ দিনের সময় বেঁধে দেন আন্দোলনকারীরা। এর পরেও যদি মধ্যে মধুমতি এক্সপ্রেস ট্রেন খানখানাপুর রেল স্টেশনে স্টপেজ না দেয় তাহলে বৃহত্তর কর্মসূচি পালনের হুশিয়ারি দেন তারা।

রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার জাগো নিউজকে জানান, রাজবাড়ী হয়ে এখন ঢাকায় চারটি ট্রেন চলাচল করছে। মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ীর পাঁচুরিয়া জংশন স্টেশনের পর ফরিদপুরের আমিরাবাদ স্টেশনে যাত্রা বিরতি দেয়। এর মাঝে রয়েছে রাজবাড়ীর খানখানাপুর স্টেশন। তবে সেখানে নকিশকাথা মেইল ট্রেনের যাত্রা বিরতি হয়।

রুবেলুর রহমান/এনআইবি/এএসএম