ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় বেশি দামে পেঁয়াজ বিক্রি, ৬ ব্যবসায়ীর জরিমানা

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৩

পাবনায় বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ ডিসেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এ অভিযান পরিচালনা করেন।

এসময় দুটি বাজারে ৬ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

PABNA-(2).jpg

মাহমুদ হাসান রনি জানান, আমদানি বন্ধ হওয়ায় হঠাৎ বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়। ফলে শনিবার দুপুরে পাবনা সদর উপজেলার সিঙ্গা বাজার ও শহরের বড় বাজারের পাইকারি আড়তে অভিযান চালানো হয়। অভিযানে ১৮০-২০০ টাকা কেজিতে বিক্রি করছিলেন ব্যবসায়ীরা। এ সময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে ৬ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের খবর পেয়ে বেশকিছু খুচরা ব্যবসায়ী দোকান ফেলে পালিয়ে যান। পরে সব পেঁয়াজ উপস্থিত ক্রেতাদের মাঝে ১১০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।

আমিন ইসলাম জুয়েল/আরএইচ/এমএস