ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুর-১

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরিফুর রহমান দোলন

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৭:২৮ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩

ফরিদপুর-১ আসনে স্বতন্ত্রপ্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র আপিলে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রোববার (১০ ডিসেম্বর) সকালে আপিলের শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার আরিফুর রহমান দোলন বলেন, অংশগ্রহণমূলক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কমিশনের যে অঙ্গীকার, ইসির এই সিদ্ধান্তের মাধ্যমে সেটি আরও একধাপ এগিয়ে গেল বলে মনে করছি। ফরিদপুর-১ আসনের সর্বসাধারণ আমার কষ্টের প্রতিদান দেবেন বলেই বিশ্বাস করি।

রোববার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (ব্যাজমেন্ট-২) আপিল শুনানির কার্যক্রম শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা আপিল শুনানি কার্যক্রমে উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩ ডিসেম্বর সকালে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে ত্রুটি দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

এন কে বি নয়ন/এএইচ/জেআইএম