ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দুই জেলে আহত

উপজেলা প্রতিনিধি | কলাপাড়া (পটুয়াখালী) | প্রকাশিত: ১২:০৭ পিএম, ১১ ডিসেম্বর ২০২৩

পটুয়াখালীর কলাপাড়ায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই জেলে আহত হয়েছেন। রোববার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার ধোলাই মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, হারুন পহোলান ও আবুল সরদার। তাদের প্রথমে কলাপাড়া হাসপাতালে পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দুই জেলে আহত

স্থানীয়রা জানায়, রাতে ট্রলারটি ছয় জেলে নিয়ে সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় রাতের খাবারের জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন হারুন নামের এক জেলে। এ সময় হঠাৎ বিস্ফোরণে ট্রলারের সামনের অংশ উড়ে যায়। এ সময় হারুন পহোলান ও আবুল সরদার দগ্ধ হন।

উপজেলার ধুলাস্বার ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম জাগো নিউজকে বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিস্ফোরণের সময় পুরো এলাকায় কম্পন ধরে যায়।

jagonews24

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় দুর্ঘটনাটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণজনিত কারণে হয়েছে।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/জিকেএস