ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ম্যাগনেটিক পিলারের আশায় খোঁড়াখুঁড়ি, ৫ জনকে থানায় নিলো পুলিশ

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ১১ ডিসেম্বর ২০২৩

শরীয়তপুরে একটি বসতবাড়িতে ম্যাগনেটিক পিলারের খোঁজ করতে মাটি খোঁড়াখুঁড়ির কাজ করছিলেন বাড়ির মালিক ও চার শ্রমিক। বিষয়টি টের পেলে তাদের আটক করে পুলিশে দেন স্থানীয়রা।

সোমবার (১১ ডিসেম্বর) ভোরের দিকে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের পূর্ব সোনামুখি এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন ওই এলাকার মৃত আমিন উদ্দিন মোল্লার ছেলে শাজাহান মোল্লা (৬৪), শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের দড়িহাওলা এলাকার মৃত আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে রাসেল ফকির (৩২), নারায়নগঞ্জের বন্দর এলাকার আব্দুল আজিজের ছেলে মো. মিঠু (৩৬), পটুয়াখালীর ছোট বিগাই এলাকার মৃত কাঞ্চন ফকিরের ছেলে মান্নাত ফকির (৫৫) ও রাজশাহী জেলার মৃত আলতাফ হোসেনের ছেলে আব্দুল রহমান ওরফে কানন (৩৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ম্যাগনেটিক পিলারের সন্ধানে রোববার (১০ ডিসেম্বর) দিনগত মধ্যরাত থেকে শাজাহান মোল্লার বাড়িতে খোঁড়াখুঁড়ি চলছিল।
স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের আটক করেন। পরে ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।

বিল্লাল হোসেন ঢালী নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এলাকায় ডাকাত পড়েছে এমন শোরগোল পেয়ে আমি ছুটে আসি। এখানে এসে জানতে পারি এই জায়গায় রাডার পাওয়া যাবে। তাই মাটি খোঁড়াখুঁড়ি হচ্ছিল। পরে পুলিশ এসে বাড়ির মালিকসহ পাঁচজনকে ধরে নিয়ে যায়।’

আইয়ুব আলী শেখ নামের আরেকজন বলেন, ‘বাইরের লোকজন এসে কিছু মূল্যবান জিনিসের খোঁজ করতে গর্ত করেছেন খবর পেয়ে দেখতে এসেছি। পরে শুনলাম লোকগুলারে থানায় নিয়ে গেছে।’

মান্নান বেপারী নামের আরেক ব্যক্তি বলেন, ‘বাড়ির মালিক দূরের লোকজন নিয়ে এসে পিলার বের করার জন্য গর্ত করেছে। তারা এখানে কিছু পেয়েছে কি না জানি না। পরে আমরা খবর পেয়ে দেখতে আসি। প্রায় পাঁচ ফুট পর্যন্ত মাটি খনন করা হয়েছিল।’

এ বিষয়ে জানতে চাইলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ জাগো নিউজকে বলেন, ‘পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিধান মজুমদার অনি/এসআর/এএসএম