ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নরসিংদী মুক্ত দিবসে বিজয় কনসার্ট

জেলা প্রতিনিধি | নরসিংদী | প্রকাশিত: ০১:৫৩ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৩

নরসিংদী মুক্ত দিবসে বিজয় কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে জেলার মুসলেহ উদ্দিন স্টেডিয়ামে মনোমুগ্ধকর এ অনুষ্ঠানে সহযোগী ছিল প্রাণ-আরএফএল গ্রুপ।

নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে বিজয় কনসার্টে ৩০ হাজার দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফাঁকে জেলার ইতিহাস-ঐতিহ্য নিয়ে নির্মিত সচিত্র প্রতিবেদন তুলে ধরা হয়।

আরও পড়ুন: মুক্ত দিবস উপলক্ষে নরসিংদীতে বিজয় কনসার্ট

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, প্রাণ-আরএফএল গ্রুপের ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কের অ্যক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফজলে রাব্বী, ম্যানেজার (এডমিন) মো. ফেরদৌস রহমান, সিনিয়র মার্কেটিং ম্যানেজার মো. আসিফ জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

কনসার্টে দেশের খ্যাতিনামা শিল্পী গান পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন রকমের আতশবাজি ফুটিয়ে বিজয়ের আনন্দ উপভোগ করা হয়।

সঞ্জিত সাহা/আরএইচ/এএসএম