ঋণে জর্জরিত হয়ে রাঙ্গামাটিতে একজনের আত্মহত্যা
ফাইল ছবি
ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে রাঙ্গামাটির রাজস্থলীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ওই ব্যক্তির নাম থুইমং মারমা (৪৫)। তিনি রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মহাজন পাড়া গ্রামের চিংহ্লামং মারমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, থুইমং মারমাকে সকাল ৯টার দিকে বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্ত্রী। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে থুইমং মারমাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পারি, থুইমং মারমা বিভিন্ন সমিতি ও ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেন।
সাইফুল উদ্দীন/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান