ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৮:০৪ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৩

গাইবান্ধায় বাস ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সালাম মোল্লা (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধার সদর উপজেলার তুলশী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম মোল্লা ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর খাটিয়ামারি গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে আব্দুস সালাম তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ঢাকা থেকে বাড়িতে আসেন। সকালে বালাসীঘাট থেকে ব্যাটারি চালিত ইজিবাইক যোগে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নে বিয়ের দাওয়াতে অংশ নিতে যাচ্ছিলেন। গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের তুলশীঘাট এলাকায় পৌঁছালে তাদের বহন করা ইজিবাইকটি অন্য একটি ইজি বাইককে দ্রুত পাশ কাটিয়ে যাবার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় আব্দুস সালাম।

এ সময় ইজিবাইকে থাকা নিহতের স্ত্রী রওশন আরা, ছেলে ফুয়াদ হাসান ও শুকুর আলী নামে এক যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জাগো নিউজকে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে।

শামীম সরকার শাহীন/এনআইবি/এএসএম