ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোল চেকপোস্টে বিজিবি-বিএসএফের ‘রিট্রিট সেরিমনি’

উপজেলা প্রতিনিধি | বেনাপোল | প্রকাশিত: ১০:৪১ এএম, ২১ ডিসেম্বর ২০২৩

যশোরের বেনাপোল চেকপোস্টের নো-ম্যান্সল্যান্ডে (জিরো পয়েন্টে) বিজিবি-বিএসএফের ‘রিট্রিট সেরিমনি’ (দুই দেশের কুচকাওয়াজ, সালাম বিনিময়, পতাকা নামানো) অনুষ্ঠিত হয়েছে। পরে বিএসএফ সদস্যদের মিষ্টি ও ফুল উপহার দেওয়া হয়।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে বেনাপোল সীমান্তের শূন্য রেখায় এ আয়োজন করা হয়। একই সঙ্গে বিজিবি-বিএসএফ বিউগল বাজিয়ে ও গার্ড অব অনার প্রদর্শন করা হয়। এ সময় বাংলাদেশ-ভারতের বিভিন্ন শ্রেণি-পেশার শত শত নারী-পুরুষ মনোমুগ্ধকর এ দৃশ্য উপভোগ করেন।

এ সময় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমার্ন্ডিং অফিসার লে. কর্নেল আহমেদ জামিল, অপারেশনাল পরিচালক লে. কর্নেল আনোয়ারুল মাজাহার, সহকারী পরিচালক মোহাম্মদ মুজাহিদ প্রমুখ।

ভারতের বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন, ভারতের কলকাতা ১৪৫ ব্যাটালিয়ন সহকারী অধিনায়ক অলোক কুমার, ডিসি অবিনাস কুমার, ডিসি অভিনাস কুমার, পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের কমান্ডার ইমরান হোসেন প্রমুখ।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ জামিল বলেন, সীমান্তে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের জন্য বিজিবি-বিএসএফ সদস্যদের মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দু‘বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হয়।

মো. জামাল হোসেন/আরএইচ/এএসএম