ঝিনাইদহে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল
ঝিনাইদহে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১১টার দিকে বিএনপির দলীয় কার্যালয়ের সামনের কেপি বসু সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কেপি বসু সড়ক থেকে শহরের প্রধান সড়কে যেতে চাইলে শহরের পোস্ট অফিস মোড়ে পুলিশ বাধা দেয়। পরে পুলিশি বাধায় মিছিলকারীরা সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।
পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জান মনার সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান।
এফএ/আরআইপি