ঝালকাঠি পৌরসভার নবনির্বাচিতদের শপথ গ্রহণ
২০ মার্চ অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নবনির্বাচিত মেয়র শহর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারসহ নির্বাচিত ১২ জন কাউন্সিলর শপথ বাক্য পাঠ করেছেন। সরকারি গেজেট প্রকাশের পর সোমবার সকাল ১০ টায় বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের শপথ বাক্য পাঠ করানো হয়। বিভাগীয় কমিশনার মো. গাউস তার কার্যালয়ের হলরুমে এ শপথ বাক্য পাঠ করান।
শপথ বাক্য পাঠ করেন নবনির্বাচিত মেয়র মোহাম্মাদ লিয়াকত আলী তালুকদার, কাউন্সিলর ১নং পশ্চিম চাঁদকাঠি-বিকনা ওয়ার্ডে রেজাউল করিম জাকির, ২নং পূর্ব চাঁদকাঠি ওয়ার্ডে মো. হাফিজ আল মাহমুদ, ৩নং কৃষ্ণকাঠি ওয়ার্ডে দুলাল হাওলাদার, ৪নং কাশারীপট্টি, আড়ৎদারপট্টি ও পালবাড়ি ওয়ার্ডে মু. মাহবুবুজ্জামান স্বপন, ৬নং বাসন্ডা ওয়ার্ডে মো. শাহ আলম খান ফারসু, ৭নং কিফাইতনগর ওয়ার্ডে মো. হুমায়ুন কবীর, ৮নং কাঠপট্টি ও তরকারিপট্টি ওয়ার্ডে মো. সেলিম মুন্সি, ৯নং সিটি পার্ক, বান্দাঘাট ও কলাবাগান ওয়ার্ডে মো. রফিকুল ইসলাম, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১নং (১, ২ ও ৩) ওয়ার্ডে তাসলিমা বেগম, ২নং (৪, ৬ ও ৭) ওয়ার্ডে মোসা. সীমা, ৩নং (৫, ৮ ও ৯) ওয়ার্ডে নাসিমা কামাল।20160404072058.jpg)
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. নুরুল আলম, ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, ভাইসচেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক লিয়াকত আলী খান, জনপ্রতিনিধি এবং জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৫নং রায়মঙ্গল ওয়ার্ডের কাউন্সিলর তরুন কর্মকারের সোমবার সকাল ১০ টায় কোরিয়ান হাইকমিশনে এপার্টমেন্ট থাকায় শপথে অংশ নিতে পারেননি। তবে বুধবার এসে শপথ বাক্য পাঠ করবেন বলে আশা প্রকাশ করেছেন তরুন কর্মকার।
আতিকুর রহমান/এসএস/আরআইপি