নওগাঁয় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
নওগাঁর আত্রাইয়ে ফাঁস দিয়ে সাব্বির আহম্মেদ সাগর (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার সকালে বাড়ির পাশে আম গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সাব্বির উপজেলার বিহারীপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের কোন এক সময় সাব্বির ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে এলাকাবাসী সাব্বিরকে আম গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানা পুলিশে খবর দেয়।
এ বিষয়ে আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
আব্বাস আলী/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সৎ-যোগ্য নেতাকে ভোট দিতে বলায় খতিবকে মারতে গেলেন মুসল্লিরা
- ২ যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলার অভিযোগ
- ৩ ‘বিএনপিতে যত রাজাকার আছে, জামায়াতে তার দশ ভাগের এক ভাগও নাই’
- ৪ আমাদের করা মামলায় শত শত আসামি নেই: শফিকুর রহমান
- ৫ জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: ফখরুল