ফেনীতে অবরোধের সমর্থনে বিএনপির মিছিল
সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে অবরোধের সমর্থনে ফেনীতে মিছিল করেছে বিএনপি।
রোববার (২৪ ডিসেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের আদালত পাড়া এলাকায় পৌর বিএনপির উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা যায়, মিছিলে নেতৃত্ব দেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা। এসময় পৌর বিএনপির ১২নং ওয়ার্ডের সভাপতি শাহ আলম ফরায়েজী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, সদস্য মেজবাহ মিয়াজী, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ইয়াছিন আরাফাতসহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে কালিদহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে সকালে অবরোধের সমর্থনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় শেখ হাসিনার পদত্যাগ, অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয় নেতাকর্মীরা।
আবদুল্লাহ আল-মামুন/এনআইবি/জেআইএম