আকিজ বিড়ি ফ্যাক্টরি বন্ধ ঘোষণা : শ্রমিকদের বিক্ষোভ
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ঘোষগাতি এলাকাস্থ আকিজ বিড়ি ফ্যাক্টরি আকস্মিক বন্ধ ঘোষণায় শ্রমিকরা ক্ষোভে ফুঁসে উঠেছে। সোমবার দুপুরে বিড়ি ফ্যাক্টরি বন্ধ ঘোষণার পরপরই বিক্ষুব্ধ শ্রমিকরা কোম্পানির ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তাদের অবরুদ্ধ রাখে।
বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত প্লাকার্ড নিয়ে ফ্যাক্টরির সামনে বিক্ষোভ প্রদর্শন করে শত শত শ্রমিক।
শ্রমিকরা জানায়, ফ্যাক্টরি বন্ধ হলে প্রায় তিন হাজার শ্রমিক বেকার হয়ে যাবে এবং তাদের পরিবার চরম অভাব অনটনে পড়বে।
শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম ও আতিয়ার রহমান জানান, রোববার হঠাৎ করে ঢাকা অফিস থেকে ফোন করে মোল্লাহাট ফ্যাক্টারির ম্যানেজার হুমায়ুন কবিরকে আকিজ বিড়ি ফ্যাক্টারি বন্ধ করতে নির্দেশ দেয়া হয়। এ খবর ম্যানেজারের মাধ্যমে শ্রমিকদের কাছে পৌঁছানোর পর শ্রমিকরা ফুঁসে ওঠে।
রোববার দুপুরে তারা সংঘবন্ধ হয়ে ফ্যাক্টরি ম্যানেজারসহ অন্য কর্মকর্তাদের অবরুদ্ধ করে। এসময় বিড়ি ফ্যাক্টারি অবিলম্বে চালুসহ শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করার দাবি জানান তারা। তাদের এ ন্যায় দাবি মেনে না নেয়া হলে শ্রমিকদের নিয়ে তীব্র আন্দোলন করার ঘোষণা দেয়। আর এর জন্য অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে তার দায়ভার সম্পূর্ণ কর্তৃপক্ষকে নিতে হবে বলেও জানান তিনি।
এ ব্যাপারে ফ্যাক্টরি ব্যবস্থাপক হুমায়ুন কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন দিতে না পারার কারণেই ফ্যাক্টারি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। তিনি ঢাকা অফিসের নির্দেশনা মত কাজ করেছে মাত্র। এ বিষয়ে তার কিছু করার নেই।
শওকত আলী বাবু/এআরএ/পিআর