কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল ব্যাহত
ঘন কুয়াশায় আড়াই ঘণ্টা বন্ধ থাকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল। অবশেষে কুয়াশা কেটে গেলে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে সকাল ৬টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিল।
জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল বলেন, মঙ্গলবার ভোরে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
পরে ঘন কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৫টি ফেরি চলাচল করছে।
বিধান মজুমদার অনি /এফএ/জিকেএস