সহিংসতায় শিক্ষার্থী নিহত : এএসআইসহ ৮ জনের নামে মামলা
মাদারীপুরে নির্বাচনী সহিংসতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র সুজন মৃধা নিহতের ঘটনায় ডিবি পুলিশের এএসআইসহ আটজনের নামে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেছেন নিহত সুজনের বাবা বাচ্চু মৃধা।
মামলায় প্রধান আসামি করা হয়েছে ডিবির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এনামুল হক মন্ডলকে। অন্য আসামিরা হলেন, ডিবি সদস্য মাসুদ রানা, হারুন অর রশিদ, মো. আশিক এবং স্থানীয় ইয়াকুব আলি ফকির, আইয়ুব আলি ফকির, মনি মাতুব্বর, রাসেল মুন্সি।
মামলার বিবরণে জানা গেছে, গত ৩১ মার্চ মাদারীপুর সদর উপজেলার ধুরাইলের দক্ষিণ বিরঙ্গল নুরানী মাদরাসা কেন্দ্রে দ্বিতীয় দফা ইউপি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। এসময় নিহত সুজনের দাদা মোতালেব মৃধাকে প্রথমে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত হিসেবে ঘোষণা করা হলেও পরে এএসআই এনামুল হক মন্ডলসহ পুলিশ সদস্যরা মোটা অঙ্কের অর্থের বিনিময় ইয়াকুব ফকির নামে এক ব্যক্তিকে বিজয়ী ঘোষণা করে। এর প্রতিবাদ করলে এএসআই এনামুল গুলি করার হুকুম দেন।
হুকুম পেয়ে কনস্টেবল মাসুদ রানা গুলি করলে সুজন মৃধা নিহত হয়। এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আসামি এনামুল হক মন্ডলসহ অন্য আসামিরা বাঁচার জন্য এনামুল নিজে বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করে।
এ ব্যাপারে মাদারীপুর পুলিশ সুপার (এসপি) জাগো নিউজকে জানান, এ ঘটনায় আগেই একটি মামলা হয়েছে, তাই মামলা স্থগিত করেছে। যদি নিহতের পরিবারের কিছু বলার থাকে তাহলে তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারে।
বাদীপক্ষের আইনজীবী মহিদুল ইসলাম জানান, আমরা সুবিচারের জন্য আদালতে মামলা করেছিলাম কিন্তু মামলা স্থগিত করেছে আদালত। আগামীতে আমার বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হবো।
এ কে এম নাসিরুল হক/এআরএ/পিআর