মাদারীপুরে নির্বাচনী সহিংসতায় ঢাবি শিক্ষার্থী নিহত
মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে পুলিশের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজন মৃধা নিহত নিহত হয়েছে। এসময় পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
সুজন মৃধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং উপজেলার ধুরাইলের দক্ষিণ বিরঙ্গল গ্রামের বাচ্চু মৃধার ছেলে। সুজন মেম্বর প্রার্থী আব্দুল মোতালেব মৃধার নাতি।
দায়িত্বরত প্রিসাইডিং ও পুলিশ সূত্রে জানা গেছে, ধুরাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ বিরঙ্গল মাদরাসা কেন্দ্রে দুই সদস্য প্রার্থী আব্দুল মোতালেব মৃধা ও আয়ুবালী ফকিরের নির্বাচনী ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে পুলিশ তাদের উপর ৪ রাউন্ড গুলি ছুঁড়ে।
গুলিতে শিক্ষার্থী সুজন মৃধা গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও পুলিশ প্রিসাইডিং এবং ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ সরঞ্জাদি উদ্ধার করে মাদারীপুর নেয়া হয়। এ ঘটনায় ওই এলাকায় চরম অসন্তোষ বিরাজ করছে।
এ কে এম নাসিরুল হক/এআরএ/আরআইপি