ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি বন্ধ

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৮:০৫ এএম, ২৭ ডিসেম্বর ২০২৩

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) ভোর থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

তিনি জানান, বুধবার ভোর থেকে নদী ও আশেপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। কুয়াশার মধ্যে নদীপথে দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে বলে জানান তিনি।

বিধান মজুমদার অনি/এফএ/এএসএম