ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রূপগঞ্জে জাতীয় পার্টির সাধারণ সম্পাদকে অব্যাহতি

উপজেলা প্রতিনিধি | রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ১২:৩৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরীকে (হাজারী) দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সব পদ-পদবী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি নিশ্চিত হয়।

দলীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে জাতীয় পার্টি থেকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল ও উপজেলার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মনোনয়ন ক্রয় করেন। পরে সাইফুল ইসলাম জাতীয় পার্টির মনোয়ন পান। জয়নাল আবেদীন দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করায় জয়নাল আবেদীনকে তার পদ ও সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতির বিষয়ে জয়নাল হাজারী জাগো নিউজকে বলেন, ‘কেন্দ্রের সিদ্ধান্ত এখনো হাতে পাইনি। লোকমুখে ঘটনাটি আমি শুনেছি। কেন্দ্রের কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বিষয়টি অবগত নয়।

এনআইবি/এএসএম