ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সোনারগাঁয়ে নির্বাচনী ভোজের আয়োজন, নৌকা সমর্থককে জরিমানা

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৯:১৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৩

আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী ভোজের আয়োজন করায় নারায়ণগঞ্জ-৩ আসনের নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের এক সমর্থককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে এ জরিমানা করা হয়।

জানা যায়, দুপুরে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের মনারবাগ এলাকার জামানের বাড়িতে নৌকা সমর্থিত তিন হাজার নেতাকর্মীর জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন বৈদ্যেরবাজার পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি হারুনুর রশীদ। খবর পেয়ে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইব্রাহিম তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইব্রাহিম বলেন, বিধি মোতাবেক তার বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড অথবা উভয়ই নির্ধারিত ছিল। তবে তিনি অপরাধ স্বীকার করে ক্ষমা চাওয়ায় নির্বাচনী আচরণবিধির ২০০৮ এর ১০ এর (চ) ধারার অপরাধে ১৮ ধারা মোতাবেক পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আয়োজন বন্ধ করে দেওয়া হয়।

রাশেদুল ইসলাম রাজু/এএইচ/জেআইএম