ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১

প্রকাশিত: ০৪:৪৬ এএম, ০৫ এপ্রিল ২০১৬

ঝিনাইদহে দেশীয় তৈরি একটি পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ হানেফ মন্ডল (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার কৃষ্ণপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে মহেশপুর থানা পুলিশ। গ্রেফতার হানেফ মন্ডল ওই গ্রামের মোহাম্মদ আলী মন্ডলের ছেলে।

শৈলকুপার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে ভোরে গ্রেফতার করা হয়। হানেফ দীর্ঘ ১০/১২ বছর জেলে ছিল। পরে বের হয়ে আবারও এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। তার নামে শৈলকুপা থানায় হত্যা ও ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

এসএস/পিআর