ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান

প্রকাশিত: ০৬:০৬ এএম, ০৫ এপ্রিল ২০১৬

বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপি গঙ্গা স্নান (মহাবারুণী মেলা) শুরু হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের পর থেকেই বান্দরবানে সাঙ্গু নদীর উত্তরমুখী স্রোতে এ স্নানোৎসব শুরু হয়। চৈত্রের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে প্রতি বছর সাঙ্গু নদীর উত্তরমুখী স্রোতে এ গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়।

Bandarban

বিভিন্ন বয়সের শত শত নারী-পুরুষ নিজেকে পাপ মুক্ত করা ও পূণ্যতার আশায় সাঙ্গু নদীর উত্তরমুখী স্রোতে প্রতি বছরের ন্যায় এবারও গঙ্গা স্নান করে আসছেন। এছাড়াও গঙ্গা স্নানের পাশাপাশি পূর্ব পুরুষদের আত্মার শান্তি কামনা ও নিজেদের পূণ্য লাভ ও পাপ মোচনের জন্য পূজা অর্চণা করে থাকেন।

Bandarban

বান্দরবান গঙ্গা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সুমন দাশ জানান, গঙ্গা স্নান উপলক্ষে আয়োজিত বারুণী মেলায় সকল ধর্মের মানুষের ব্যাপক সমাগম ঘটে। এছাড়াও আয়োজন করা হয়েছে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, ভজন কীর্ত্তন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের। বুধবার প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে এ উৎসবের ইতি টানা হবে।

সৈকত দাশ/এসএস/এমএস