ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ আশীষ মারা গেছেন

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৩

ফেনীতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ আশীষ চন্দ্র সরকার (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান।

আশীষের ভাই পরিতোষ চন্দ্র সরকার জানান, তার শরীরের ৮২ শতাংশ পুড়ে গিয়েছিল। তাকে হাইডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রেখে চিকিৎসা দেওয়া হয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একই ঘটনায় দগ্ধ আশীষের স্ত্রী টুম্পা রানী সরকার (৩০) ও একমাত্র সন্তান রিক সরকার (৯) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। টুম্পার শরীরের ৪৭ শতাংশ ও রিকের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

আরও পড়ুন: ফেনীতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

তিনি আরও জানান, তিন ভাই এক বোনের মধ্যে আশীষ সবার বড়। পরিবারের সবাই ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় থাকেন। তিনি চাকরির সুবাদে ফেনীতে থাকতেন।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ইতালি ভবনের পঞ্চম তলার বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ হন আশীষ, টুম্পা ও রিক। পরে তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ জানান, রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণ থেকে আগুন লাগে বলে ধারণা তাদের। তবে চুলার গ্যাস থেকেও আগুন লেগে থাকতে পারে।

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/এমএস