ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা

জামিনে মুক্ত বহিষ্কৃত আ’লীগ নেতা আবুল কালাম

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৯:৪৮ এএম, ০১ জানুয়ারি ২০২৪

ফেনী শহরের সুলতানপুর এলাকায় গরু ব্যবসায়ী শাহজালালকে গুলি করে হত্যা মামলায় পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও সাময়িক বরখাস্ত হওয়া কাউন্সিলর আবুল কালাম জামিনে মুক্ত হয়েছেন। আসামি পক্ষের আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন।

কারা সূত্রে জানা গেছে, উচ্চ আদালত থেকে সম্প্রতি জামিন পান আবুল কালাম। আদেশের কপি ফেনী জেলা কারাগারে পৌঁছালে বৃহস্পতিবার তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে ২০২৩ সালের ১৩ মার্চ সোমবার সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে আত্মসমর্পণ করেন কালাম। তার পক্ষে জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠান।

২০২১ সালের ১৫ জুলাই রাতে কোরবানির ঈদ উপলক্ষে কিশোরগঞ্জ থেকে শাহজালালসহ কয়েকজন মৌসুমী গরু ব্যবসায়ী একটি ট্রাকে গরু নিয়ে সুলতানপুরে আসেন। ওই রাতে ট্রাকসহ গরু লুট করতে যান ওয়ার্ড আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর আবুল কালামসহ তার সহযোগীরা। এতে বাধা দেওয়ায় শাহজালালকে গুলি করে হত্যার পর পার্শ্ববর্তী পুকুরে মরদেহ ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আল আমিন বাদী হয়ে আবুল কালাম, তার ভাতিজা আশরাফ হোসেন রাজু ও সহযোগী নাঈমুল হাসানের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কালামের সহযোগী আশরাফ হোসেন ও নাঈমুল হাসানকে গ্রেফতার এবং কালামের রক্তমাখা শার্ট উদ্ধার করে পুলিশ। গ্রেফতারের পর নাঈমুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

দীর্ঘ তদন্ত শেষে ২০২২ সালের ৩০ জুন আবুল কালাম, তার দুই সহযোগী আশরাফ হোসেন রাজু ও নাঈমুল হাসানের গরু ব্যবসায়ী শাহজালাল হত্যাকাণ্ডে জড়িত থাকার তথ্যপ্রমাণ পেয়ে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/জিকেএস