ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালী ডিসি

‘আগের নির্বাচনে কী হয়েছে তা ডিলিট করে দিন’

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ০১ জানুয়ারি ২০২৪

‘আগের নির্বাচনে কীভাবে কী হয়েছে তা মন থেকে ডিলিট করে দিন, আমিও ডিলিট করে দিয়েছি’ বলে মন্তব্য করেছেন নোয়াখালীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে নির্বাচনে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নীতিমালা অবহিতকরণ সভায় তিনি একথা বলেন।

সভায় সাংবাদিকরা বলেন, আগের নির্বাচনে সাংবাদিকদের পাশাপাশি অনেক অসাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তি গলায় সাংবাদিক কার্ড ঝুলিয়ে নির্বাচনে প্রভাব বিস্তারসহ অনিয়ম করেছেন। তাদের কারণে সাংবাদিক সমাজেরও অনেক বদনাম হয়। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক বলেন, ‘এবার যে নির্বাচন হবে সেটা সম্পর্কে মাথায় নতুন মেমোরি সেট করে নিন, আমিও নিয়েছি। আগের নির্বাচনে কী হয়েছে তা ডিলিট করে দিন, আমিও ডিলিট করে দিয়েছি। এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক বলতে যা বোঝায় তাই হবে।’

ডিসি বলেন, ‘জেলার ছয়টি আসনে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে নির্ভয়ে সাংবাদিকরা দায়িত্ব পালন করবেন। কারণ আমরা যা করবো তা সাংবাদিক না দেখলে প্রচার হবে কীভাবে?’

এসময় জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোজবাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিমুল হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসক ও অর্থ) বিজয়া সেনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজ/এসআর/এএসএম