ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জে বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৩:১২ পিএম, ০২ জানুয়ারি ২০২৪

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে বিএনপিপন্থি আইনজীবীদের দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন কর্মসূচি চলছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) আইনজীবীরা এই কর্মসূচি পালন করছেন। এতে সাধারণ বিচার প্রার্থীরা পড়েছেন ভোগান্তিতে।

সকাল থেকে কিশোরগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি এবং জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিনের নেতৃত্বে বিএনপিপন্থি আইনজীবীরা এ কর্মসূচি পালন করছেন। জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে প্রায় শতাধিক আইনজীবী এ কর্মসূচিতে যোগ দেন।

অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আদালত বর্জন কর্মসূচি পালন করছি। আমাদের এ কর্মসূচি সাতদিন চলমান থাকবে।

কর্মসূচিতে অ্যাডভোকেট এ কে এম মঞ্জুরুল হক জুয়েল, অ্যাডভোকেট জাহাঙ্গীর মোল্লা, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শরীফ, অ্যাডভোকেট এম এ সায়েম মজুমদার, অ্যাডভোকেট ফয়জুল করিম মবিন, অ্যাডভোকেট মীর শাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসকে রাসেল/এএইচ/এএসএম