পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ১২৫ কোটি টাকা বরাদ্দ
ফাইল ছবি
পার্বত্য চট্টগ্রামের অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে নতুন করে ১২৫ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর এপিএস সাদেক হোসেন চৌধুরী জানান, প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির আবেদনের প্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে নতুন করে ১২৫ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।
এর ফলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের তিনটি উন্নয়ন সহায়তা খাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির মূল এডিপিতে বরাদ্দকৃত ২৫০ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে তা এখন ৩৭৫ কোটিতে উন্নীত হলো।
সৈকত দাশ/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের ১১৬ কোটি টাকা বিতরণ করা হয়েছে
- ২ প্রার্থিতা ফিরে পেলেন ফরিদপুরের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান
- ৩ আদিবাসীদের জন্য রাজনৈতিক দলগুলোর ইশতেহারে কী আছে দেখতে চাই
- ৪ নোয়াখালীতে হিজড়া জনগোষ্ঠী ২ হাজার, ভোটার মাত্র ১৪
- ৫ কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি, দুই লাখ টাকা জরিমানা