ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুর-২

এক রাতে নৌকার ২ নির্বাচনী ক্যাম্পে আগুন

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০২:০৫ পিএম, ০৩ জানুয়ারি ২০২৪

শরীয়তপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী একেএম এনামুল হক শামীমের দুটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার ( ৩ জানুয়ারি) ভোরে দুর্বৃত্তরা অস্থায়ী ওই ক্যাম্প দুটিতে আগুন দেয়। এতে ঘড়িষার ইউনিয়নের সিংহলমুড়ি ও ভূমখাঁড়া ইউনিয়নের গোড়াগাঁও এলাকার ক্যাম্প পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঘড়িষার ইউনিয়নের সিংহলমুড়ি ও ভূমখাঁড়া ইউনিয়নের গোড়াগাঁও এলাকার সড়কের পাশে দুটি নৌকা প্রতীকের অস্থায়ী নির্বাচনী ক্যাম্প স্থাপন করা হয়। বুধবার ভোরে ওই ক্যাম্প দুটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে ক্যাম্পগুলোর কাপড় ব্যানার ও পাঁচটি প্লাস্টিকের চেয়ার পুড়ে যায়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব জাগো নিউজকে বলেন, নৌকা প্রতীকের প্রার্থীর দুটি ক্যাম্পে অগ্নিসংযোগে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিধান মজুমদার অনি/এনআইবি/এএসএম