ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করিমন উল্টে প্রাণ গেলো চাচা-ভাতিজার

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০২:১২ পিএম, ০৩ জানুয়ারি ২০২৪

ঝিনাইদহ সদরের পাঁচমাইল এলাকায় করিমন উল্টে দুইজন নিহত হয়েছেন। বুধবার (৩ জানুয়ারি) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের রবিউল মন্ডলের ছেলে মাহফুজ মন্ডল (২০) এবং তার বড় চাচা একই গ্রামে মৃত সাত্তার মন্ডলের ছেলে আলী হোসেন (৭০)। তারা দু’জনেই গ্রামে গ্রামে পাটকাঠি বিক্রি করতেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শাহীন উদ্দিন জানান, সকালে বাড়ি থেকে করিমন নিয়ে মাগুরা জেলার লাঙ্গলবাঁধ বাজার এলাকায় পাটকাঠি কিনতে যাচ্ছিলেন চাচা-ভাতিজা। পথিমধ্যে ঝিনাইদহের পাঁচমাইল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারান চালক মাহফুজ মন্ডল। সেসময় রাস্তার পাশে করিমন উল্টে ঘটনাস্থলেই মারা যান মাহফুজ ও আলী হোসেন। পরে তাদের সঙ্গে থাকা এলাকার অন্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/জেআইএম