ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নীলফামারীতে আইনজীবীসহ বিএনপির ১০ নেতাকর্মী কারাগারে

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৫:২৯ পিএম, ০৩ জানুয়ারি ২০২৪

নীলফামারীর সৈয়দপুরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আইনজীবীসহ ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিম এ আদেশ দেন।

তারা হলেন- অ্যাডভোকেট এসএম ওবায়দুর রহমান (৫৫), শওকত হায়াত শাহ (৫০), মো. আনোয়ার হোসেন হাবলু (৫৪), দেলোয়ার হোসেন (৩৫), আবিদ হোসেন (৩৮), শেখ মো. বাবলু (৪৫), মো. শাহীন (৪৫), মো. জাহিদুল হাসান (৪৬), মাহাবুল ইসলাম (২৮) ও লাড্ডান (২৫)।

এর আগে সকালে অ্যাডভোকেট এসএম ওবায়দুর রহমানসহ ১০ আসামি জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আলাদতের সরকারি কৌঁসুলি অক্ষয় কুমার রায় বলেন, বিএনপির ১০ নেতাকর্মী জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সময় পুলিশ তাদের আটক করে মিথ্যা মামলা দিয়েছে। বিএনপি দলীয় অফিসে থেকে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা নাশকতা কাজ বিএনপি করে না। বিএনপি একটি শান্তি প্রিয় দল। আমরা আটকদের মুক্তি দাবি করছি।

আরএইচ/জিকেএস