লামায় বখাটের তিন মাসের কারাদণ্ড
বান্দরবানেরর লামায় এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আবু তাহের নামে এক যুবককে তিন মাসের কারাদাণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদ মাহমুদ এ দণ্ডাদেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লামা ইসলামিয়া ফাজিল মাদরাসার ৬ষ্ট শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিল আবু তাহের। পরে মেয়ের বাবা আক্তার হোসেন ইউএনওর কাছে আবু তাহেরের বিরুদ্ধে অভিযোগ করেন। পরে অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আবু তাহেরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ জানান, ইভটিজিং প্রতিরোধ আইন ৫০৯ ধারায় যুবকের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সৈকত দাশ/এআরএ/এবিএস