কুয়াশাচ্ছন্ন সকালে দুই দোকানের ৩০০ মোবাইল চুরি
নোয়াখালীর মাইজদীতে তালা কেটে দুই দোকানের ৩০০ মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। নগদ টাকাসহ প্রায় ৬৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানা যায়।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে প্রধান সড়কের জনতা সুপার মার্কেটের জোনাকী টেলিকম ও মোবাইল ল্যাবে এ চুরির ঘটনা ঘটে।

ব্যবসায়ীরা জানান, সকাল সোয়া ৮টায় ৬-৭ জন ব্যক্তি দুই দোকানের তালা কেটে নগদ টাকাসহ ৩০০ স্মার্টফোন বস্তায় ভরে নিয়ে যায়। কুয়াশাচ্ছন্ন সকালে ব্যস্ত সড়কের পাশেই এ ঘটনা ঘটনায়। পরে ঘটনার সিসিটিভির ফুটেজসহ থানায় অভিযোগ করা হয়েছে।
জোনাকী টেলিকমের মালিক জাহাঙ্গীর হোসেনের ছোটভাই মাসুদুর রহমান জাগো নিউজকে জানান, সকাল সোয়া ৯টার দিকে দোকানের কর্মচারীরা এসে দেখেন দোকানের তালা নেই ভেতরের মালামাল এলোমেলো। পরে দেখেন দোকানের তাকে সাজানো ২০০ দামি মোবাইল ও ২০টি ডামি মোবাইল এবং ক্যাশের নয় লাখ টাকা নেই। দোকানের বিকাশ রকেট ও নগদের সিমগুলোও চুরি হয়েছে।

মোবাইল ল্যাবের মালিক নুর হোসেনের ভাই কামরুজ্জামান মিথুন জাগো নিউজকে বলেন, সকাল সোয়া ৯টায় দোকান খুলতে গিয়ে দেখি তালা নেই। ভেতরে দেখি ৮০টি মোবাইল ফোন নাই এবং ক্যাশে রাখা টাকাও নাই। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায় চারজন ব্যক্তি ভেতরে ঢুকে সব নিয়ে গেছেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত শুরু হয়েছে। একইভাবে বেগমগঞ্জের চৌমুহনীতেও আরেকটি ঘটনা ঘটিয়েছিল। সংঘবদ্ধ দলটি জেলার বাহির থেকে এসে ঘটনা ঘটিয়ে চলে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইকবাল হোসেন মজনু/এনআইবি/জিকেএস