ফেনী-৩
লাঙ্গলের ব্যানারে শেখ হাসিনার ছবি, প্রার্থীকে শোকজ
ফেনী-৩ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন নির্বাচন অনুসন্ধান কমিটি। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নির্বাচনের পূর্ব অনুসন্ধান কমিটির চেয়ারম্যান খায়রুন্নেসা তাকে এ শোকজ নোটিশ দেন।
এর আগে সোনাগাজীতে লাঙ্গল প্রতীকের প্রার্থীর মতবিনিময় সভার ব্যানারে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করার অভিযোগ ওঠে। এ অভিযোগে জেলা নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান খায়রুন্নেসা প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশে শুক্রবার (৫ জানুয়ারি) বিকেল ৩ টার মধ্যে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি অনুযায়ী প্রার্থীর পোস্টার বা ব্যানারে নিজের প্রতীকী-ছবি এবং দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন। এছাড়া অন্য কারো ছবি ব্যবহার করতে পারবেন না।
গত মঙ্গলবার সোনাগাজীর মতিগঞ্জ কমিউনিটি সেন্টারে ফেনী-৩ আসনে জাতীয় পাটির লাঙ্গল মার্কার মতবিনিময় সভার ব্যানারে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়। ব্যানারে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ছোট আকারের একটি ছবি থাকলেও প্রধানমন্ত্রী ছবি ছিল চোখে পড়ার মতো।
এ বিষয়ে মাসুদ উদ্দিন চৌধুরীর প্রধান নির্বাচন সমন্বয়ক প্রফেসর সাইফুদ্দিন আহমেদ চৌধুরী নোটিশ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, দেখা যাক। বিষয়টি পরে জানানো হবে।
শোকজের বিষয়ে জানতে লাঙ্গলের প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে মুঠোফোনে কয়েকবার কল দিলে তিনি সাড়া দেননি।
আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/জেআইএম