ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঘন কুয়াশায় চাঁদপুরে কার্গো-লঞ্চ মুখোমুখি সংঘর্ষ

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৫:৫৩ এএম, ০৫ জানুয়ারি ২০২৪

ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন-১৬ লঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে লঞ্চের তলা ফেটে পানি প্রবেশ করে। এ ঘটনায় লঞ্চে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লেও বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন পাঁচ শতাধিক যাত্রী।

বৃহস্পতিবার দিনগত রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

চাঁদপুরের নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান এ বিষয়ে বলেন, যাত্রীদের উদ্ধার ও নিরাপত্তা দিতে চাঁদপুর সদর ও মোহনপুর নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লঞ্চ ও কার্গো দুটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। লঞ্চটি এখলাছপুরের একটি চরে রাখা হয়েছে। যাত্রীরা নিরাপদে আছেন। তাদের উদ্ধারে কাজ চলছে।

সুন্দরবন-১৬ লঞ্চের সুপারভাইজার সিরাজ জানান, তারা লঞ্চটি নিয়ে নিরাপদে মেঘনা নদীর এখলাছপুর এলাকায় অবস্থান করছেন। লঞ্চে পাঁচ শতাধিক যাত্রী রয়েছেন। যাত্রীদের উদ্ধার করতে অন্য লঞ্চ আসবে।

শরীফুল ইসলাম/এমএইচআর