ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভোটারের দেখা নেই নোয়াখালীর কেন্দ্রগুলোতে

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৮:৪১ এএম, ০৭ জানুয়ারি ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম দেখা যাচ্ছে। রোববার (৭ জানুয়ারি) সকল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের অনেকগুলো কেন্দ্র ঘুরে কোথাও ভোটারের দেখা মেলেনি।

জেলায় ৬টি সংসদীয় আসনে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী), ৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) ও ৬ (হাতিয়া) আসনে নিশ্চিত জয়ের পথে নৌকার প্রার্থীরা। বাকি তিনটি আসনে দলীয় স্বতন্ত্র প্রার্থী থাকায় চ্যালেঞ্জের মুখে পড়েছেন বর্তমান সংসদ সদস্যরা।

নোয়াখালীর ছয় আসনে মোট ভোটকেন্দ্র ৮২০টি, এখানে আটটি পৌরসভা ও ৯১টি ইউনিয়নে মোট ভোটার ২৬ লাখ ২১ হাজার ৭০৪ জন। এরমধ্যে পুরুষ ১৩ লাখ ৬৫ হাজার ৬৩৮ ও নারী ভোটার ১২ লাখ ৫৬ হাজার ৬১ জন। এছাড়া পাঁচজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা সড়কে টহল দিচ্ছেন। কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তারা যথাসময়ে উপস্থিত হয়েছেন।

jagonews24

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন জাগো নিউজকে বলেন, সকাল ৭টার মধ্যে জেলার ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার নিরাপত্তার সঙ্গে পৌঁছানো হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৬টি আসনে ৮ প্লাটুন সেনাবাহিনী, ১৬ প্লাটুন বিজিবি, র্যাবের ৮০ সদস্য, আনসার ব্যাটালিয়নের ৯২ জন সদস্য, ৯ হাজার ৮৪০ জন আনসান ভিডিপি, ৮৩০ জন গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া এক হাজার ৮৭৬ পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন।

এছাড়া উপকূলীয় আসন নোয়াখালী-৬ হাতিয়ায় পুলিশের পাশাপাশি নৌ-বাহিনীর ১০০ সদস্য ও কোস্টগার্ডের ৮০ জন সদস্য নির্বাচন সুষ্ঠু করতে কাজ করছে। তাৎক্ষণিক আদালত বসিয়ে অপরাধ দমনে ২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১২ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন।

ইকবাল হোসেন মজনু/এফএ/এমএস